বিশেষ প্রতিনিধি : আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। এসময় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ তীর্থ ঘোষ এবং পরিসংখ্যানবিদ সুদেব কুমার দে। মাসিক কর্ম পরিকল্পনা ও বিগত মাসের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন আরএমও ডা. দীপন বিশ্বাস, এমওডিসি ডা. আব্দুর রহমান, ডা. মিনাক কুমার বিশ্বাস, ডা. কৃষ্ণা বসাক, ডা. আব্দুর রহমান প্রমুখ।