বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরিবারকে সাথে নিয়ে গত ২৪ জুলাই রবিবার দুপুরে ভারতের গিয়ে ছিলেন। ভারতে উন্নত চিকিৎসা শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে গতকাল ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় উপজেলার গুমনতলীস্থ নিজস্ব বাসভবনে ফেরেন তিনি। এস এম আতাউল হক দোলন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব একে ফজলুল হক এর সুযোগ্য পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি বেশ কয়েকদিন শারীরিকভাবে অসুস্থ এবং শরীরে ইন্টারনাল ইনফেকশন ধরা পড়ায় বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েও সুস্থ হতে না পারায় উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে ছিলেন। এ সময় উনার সাথে গিয়েছিলেন তার সহধর্মিনী মিসেস রোজিনা আক্তার। তিনি উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।