ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলার উদ্বোধন করেন ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডিবি ফেন্ডস স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা। এসময় অতিথি হিসেবে খেলা উপভোগ করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, নুর ইসলাম বাবু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ভাঁলুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহসীন, জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন সরকার, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রঅড়া শিক্ষক মো. হাবিবুর রহমান, রোকনুজ্জামান, সহিদুল ইসলাম, জাহাঙ্গীর কবির, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, রমেশ সরকার, আবুল হাসান প্রমুখ। ৩০/০৭/২০২২ তারিখ শনিবার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলায় অংশ নেয় জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল এবং একই দিনে অপর খেলায় মুখো-মুখি হবে ভাঁলুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুলের মধ্যকার নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোলের দেখা না পেলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল ৩-২ গোলে জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। অপর খেলায় ট্রাইবেকারে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসাকে হারিয়ে সেমিফাইলে খেলার গৌরব অর্জন করে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে আগামী ১ আগস্ট ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।