স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেছেন প্রাথমিকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ। শিশুদের শিক্ষায় নিয়াজিত শিক্ষকরা সর্বাপেক্ষা ভাগ্যবান। আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে কেবল পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করা নয়, অবশ্যই নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে হবে, তিনি কলারোয়া উপজেলার বাঁটরা ও শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের পাঠদান শেষে শিক্ষকদের সাথে মত বিনিময়ে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি এসময় শিক্ষকদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার মাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যান, বাতি ব্যবহারে সতর্ক হওয়ার আহবান জানান। কোন অবস্থাতেই বিদ্যুতের অপচয় না হয় সে বিষয়ে সতর্ক থাকার বিষয়ে দায়িত্বশীল হতে বলেন। শ্রেনি কক্ষে পাঠদান প্রত্যক্ষ সহ তিনি পরম মমতায় শিক্ষার্থীদের পাঠদান করেন। শিখন ঘাটতি পুরনে, সাপ্তাহিক মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষনের জন্য শিক্ষকগনের তিনি ধন্যবাদ জানান।