বিশেষ প্রতিনিধি \ আশাশুনি গ্রামের অবঃ শিক্ষক আলহাজ্ব ক্বারী আব্দুল বারী (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিলাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার রাতে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। আশাশুনি আলিয়া মাদরাসার সর্বজন শ্রদ্ধেয় অবঃ শিক্ষক ক্বারী আঃ বারী শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মসজিদে ইমামতি, ওয়াজ মাহফিলে বক্তা হিসবে ধর্ম প্রচারে বিশেষ অবদান রাখেন। অনেক মাদরাসা ও মসজিদে তার জমি দান ও অর্থ দানের সুযোগ হয়েছে। তিনি বিভিন্ন জটিল রোগে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বেলা ১১ টার দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এদিন বাদ আসর মরহুমের সাবেক কর্মস্থল আশাশুনি আলিয়া মাদরাসা ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাদরাসার সুপার ড. মাওঃ আবুল হাসান। শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় জানাযাপূর্ব আলোচনায় অংশ নেন ও গন্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের বড় ছেলে মাদরাসা শিক্ষক নুরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, রাজনীতিবিদ স ম হেদায়েতুল ইসলাম, মাওঃ আবুল কাশেম, শিক্ষক রুস্তম আলি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ন কবির সুমন, আ’লীগ নেতা ঢালী সামছুল আলম, আব্দুলাহেল বাকী বাচ্চু প্রমূখ। এদিন বাদ এশা আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদের সামনে ২য় জানাযা শেষে তাকে দাফন করা হয়।