বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোমরেজ আলী গাজীর স্ত্রী, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, সাবেক অধ্যাপক আলহাজ্জ মুনসুর আলীর মাতা ও কালিগঞ্জ-দেবহাটার সাবেক এমপি আলহাজ্জ শাহাদাৎ হোসেন এর শাশুড়ি আলহাজ্জ ফজিলাতুন্নেছার ৭ ফেব্র“য়ারি সোমবার বাদ যোহর আমিয়ান গাজী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজা পরিচালনা করেন কালিগঞ্জের বাজারগ্রাম-রহিমপুর জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম পীরে কামেল আলহাজ্জ মাওলানা মো. অজিহুর রহমান। নামাজে জানাযার প‚র্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মাওলানা আফফান হোসেন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা হামিদুর রহমান, স্থানীয় গাজী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম, মরহুমার বড় পুত্র ও কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্জ মুনসুর আলী, সেজ পুত্র ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, ৪র্থ পুত্র মিজানুর রহমান প্রম‚খ। এছাড়াও নামাজে যানাজায় সাবেক এমপি আলহাজ্জ মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ডাঃ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেনসহ অন্যান্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ গ্রহন করেন। উলেখ্য, গত প্রায় ৩ বছর যাবৎ বিভিন্ন অসুখে অসুস্থ ছিলেন আলহাজ্জ ফজিলাতুন্নেছা। তবে বেশ কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ হওয়ার এক পর্যায়ে ৬ ফেব্র“য়ারি দিবাগত রাত ৪.২৫ মিনিটে সকলকে কাঁদিয়ে পরিবারের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে পাক পবিত্র অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।