বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক জামাই ফিরোজ হোসেন কর্তৃক শ্বশুর মুজিবর মোড়ল (৪৮)কে কুপিয়ে জখম করেছে। এ বিষয়ে মুজিবর মোড়লের স্ত্রী মোছাঃ হালিমা খাতুন (৪০) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছে। শ্যামনগর উপজেলার নূরনগর রামজীবনপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ফিরোজ হোসেন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় মনিরা খাতুনের দাম্পত্য জীবন সুখের না হওয়ায় উভয় পক্ষের সম্মতিক্রমে বিবাহ বিচ্ছেদ হয়। উক্ত সম্পর্ক বিচ্ছেদের জের ধরে গত ৩১ জুলাই সকালে মুজিবর মোড়লকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, উক্ত বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১, তারিখ ১/০৮/২০২২। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।