ধুলিহর প্রতিনিধি \ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসা। খেলায় উভয় দল নির্ধারিত সময়ে কোন গোলের দেখা না পেলে খেলা রুপ নেয় টাইব্রেকারে। জি-ফুলবাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসাকে ৭-৬ গোলে গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল। দ্বিতীয় সেমিফাইনাল খেলার নির্ধারিত সময়ে উভয় দল কোন গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল ৫-৪ গোলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল’র মধ্যকার ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।