বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২নং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ হওয়ায় তার খোঁজখবর নেওয়া হয়েছে। গতকাল ২ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টায় সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের কালিগঞ্জ উপজেলাস্থ নীলকন্ঠপুর নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক খোঁজ খবর নেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান ঢালী, আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম চঞ্চল প্রমুখ।