এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মরণে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বের এবং সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মুজিবর রহমান, শেখ মাহাবুল-উল-হক, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল ও অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার ও মোঃ মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাহউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল খালেক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা সাঈদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শ্রম সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী সাপুই, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও প্রভাষক এম অলিউর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম প্রমুখ। উক্ত সভায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনা অনুযায়ী ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষণে সংগঠনের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শোক র্যালি, আলোকচিত্র প্রদর্শনী, অসহায়-দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ সহ মাসব্যাপী শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনা, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনা, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালনসহ ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্বান্ত গৃহীত হয়।