ফরিদুল কবির, মথুরেশপুর থেকে \ কালিগঞ্জে হিজরী নববর্ষ ১৪৪৪ পালন উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ফাতেহা শরীফ ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিজরী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সোমবার বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ঈদগাহ ময়দানে শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বসন্তপুর মাছুমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হকের তত্ত্বাবধানে পবিত্র ফাতেহা শরীফ শেষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় ৯ম বার্ষিকী ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন প্রধান বক্তা রাজধানী উত্তরার আশকোনা জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ হযরাতুল আলামা ওয়ালীউলাহ আশেকী, বিশেষ বক্তা কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী প্রমুখ। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত বিচারক ক্বারী মাওঃ আবু মুসা, মাওঃ কামরুল ইসলাম আশেকী, হাফেজ মোঃ খাইরুল ইসলাম সহ বিচারকবৃন্দ ও অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।