দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য জনসাধারনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে, বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রথম উপজেলা হিসেবে দেবহাটা চিকিৎসা সেবা নিশ্চিত করনের ব্যবস্থা গ্রহনের মর্যাদায় আসীন হলেন। পাইলট প্রকল্প হিসেবে নোয়াপাড়া ইউনিয়নের চারটি ওয়ার্ডকে বেঁছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা প্রকল্পের এই আয়োজনে সহযোগিতা করছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। গতকালের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, স্বাস্থ্য কর্মকর্তা আঃ লতিফ প্রকল্প কর্মকর্তা শফিউল বাসার। নির্বাহী অফিসার বলেন স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌছে দিতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে এই কর্মযজ্ঞ কাঙ্খিত ভূমিকা রাখবে।