বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ যাত্রী উঠুক কিংবা নাই উঠুক তাই বলে হেলিকপ্টার চালানোর পেশা ছাড়ছেন না নগরঘাটা গ্রামের মোঃ অজিয়ার রহমান। ৭৫ বৎসর বয়স পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বার্ধক্য তাকে যেনো নুয়াতে পারেনি। তিনি একমাত্রই ব্যক্তি যিনি হেলিকপ্টার চালিয়ে জীবীকা নির্বাহ করছেন। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত তিনি পেশা ধরে রাখতে চান। স্থানীয় সূত্রে জানাগেছে, এক সময় গ্রাম এলাকায় হেলিকপ্টারের প্রচলন ছিলো অনেক বেশী। তবে বর্তমানে এই বাইসাইকেল চালিত হেলিকপ্টারের প্রচলন একপ্রকার নেই বললেই চলে। বিভিন্ন আধুনিক যাত্রীবাহী যানবাহনের ভীড়ে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে বাইসাইকেল নামক হেলিকপ্টার। এ ব্যাপারে কথা হয় একমাত্র এই পেশায় নিয়োজিত ব্যক্তি মোঃ অজিয়ার রহমানের সাথে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান স্বাধীনতা যুদ্ধের পর থেকে অর্থ্যাৎ সুদীর্ঘ ৫৫ বছর ধরে এই পেশা ধরে রেখেছি শুধুমাত্র জীবনে বেঁচে থাকার তাগিদে। সংসার জীবনে তার দুই ছেলে আর এক মেয়ে নিয়ে সাংসার পরিচালনা করে আসছেন তিনি। তিনি জানান রাস্তা ঘাটে এখন আর সেইভাবে হেলিকপ্টার নিয়ে ঠিক ঠাক ভাবে চলাচল করতে পারিনা। এখন নিজে হেলিকপ্টার চালাতে গেলে শরীরটা খুব কাপাকাপি করে। সেই কারণে এখন আর আগের মত হেলিকপ্টারে যাত্রী তুলতে সাহস পাইনা। তবে একটা ছেলে এবং একটা মেয়ে স্কুলে নিয়ে গেলে ১০ থেকে ২০ টাকা করে পায়। জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার লক্ষে হেলিকপ্টার চালানোর পাশাপাশি তিনি এখন বিনেরপোতা মাছের আড়তে গিয়ে মাছ খুটে বেড়ান।