কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলিম বক্সের বীর নিবাস ভবনের লে-আউট নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা খান আহছান উলাহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ঠিকাদার কামরুল জামান প্রমূখ। আবাসন প্রকল্পের আওতায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে প্রথম ধাপে ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ শুরু করা হচ্ছে।