বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় তথ্য আপার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ। গতকাল ৩ আগষ্ট বুধবার দুপুর ২ টায় তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর কার্যালয় পরিদর্শন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ এর কর্মকর্তা বৃন্দ। পরিদর্শনকালে তথ্য আপা কার্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের কার্যক্রম দেখে খুবই সন্তুষ্ট প্রকাশ করেন। পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বীন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ শিরিন শিলা, তথ্য সেবা সহকারী বিউটি রানী মন্ডল, মাইমুনাতুস সাদিয়া সহ তথ্য আপা কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।