বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ৩ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে পলী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএপ) অর্থায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মকর্তা ও সুফলভোগী শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে অত্র এলাকার অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১২,০০০/= টাকা করে ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ভাতা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের পরিচালক আলমগীর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবৃত্তি ভাতা প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের হেড অফ মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মাহবুব আলম মঞ্জুর, হেড অফদা এডমিন এইসআর হুমায়রা লুৎফি, অত্র ফাউন্ডেশনের সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি হাসান ইকবাল রাসেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের কর্ডিনেটর আব্দুল হামিদ।