স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন কাজী মনিরুজ্জামান পিপিএম (বার)। তিনি ইতিপূর্বে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। ইহাছাড়া তিনি ফেনীর পুলিশ সুপার, সাতক্ষীরার সদর সার্কেল সহ বাংলাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় এসপি হিসাবে পদায়ন কারীদের মধ্যে কাজী মনিরুজ্জামান পিপিএম (বার) একজন। খোজ খবর নিয়ে জানাগেছে ১৯৭৬ সালে ঝিনাইদহা গোবিনাথপুর জন্মগ্রহন করেন কাজী মনিরুজ্জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রী লাভ করেন। অচিরেই তিনি সাতক্ষীরায় পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন।