এফএনএস বিদেশ : জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন,ইউক্রেন আক্রমণের সময় রাশিয়ার দখল করা বিশাল জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে’। বার্তা সংস্থা এপি আইএইএ প্রধান রাফায়েল গ্রসিকে উদ্ধৃত করে বলেছে, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে তা মেরামত করা প্রয়োজন। রাফায়েল গ্রসি বলেছেন, ‘আমাদের কাছে এমন সব ঘটনার বিবরণ আছে যা কখনই কোনো পারমাণবিক স্থাপনায় হওয়া উচিত নয়।’জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি বিপজ্জনকভাবে যুদ্ধ এলাকার কাছাকাছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহের শুরুর দিকে অভিযোগ করেন, রাশিয়া মার্চ মাসে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা চালানোর জন্য কেন্দ্রটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণে দনিপ্রো নদীর ধারে অবস্থিত কেন্দ্রটির প্রাঙ্গণে রাশিয়ার সেনারা অবস্থান করছে এবং সেখানে অস্ত্র-সরঞ্জাম সংরক্ষণ করছে। তবে ওই অঞ্চলে রাশিয়ার বাহিনীর বসানো একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী কেন্দ্রটিতে আক্রমণ করার জন্য পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে। সূত্র : বিবিসি