বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের রোপা আমন ধান ক্ষেতে সাথী সফল হিসেবে বস্তায় শীতকালীন সবজি চাষের সম্ভব্যতা এবং লাভজনকতা যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপসহকারী কৃষি অফিসার এবং কৃষকদের উপস্থিতিতে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা হর্টিকালচার সেন্টার উপ-পরিচালক মোঃ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুজরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম।