বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর হাবিবপুর দারুল উলুম খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল গফুর মৃত্যুবরণ করেছেন।ইন্নালিলাহিৃৃৃৃরাজিউন। তিনি উপজেলায় দারুল ফালাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মোখলেছুর রহমানের পিতা। পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার ৪ আগস্ট বেলা ১১ টা ৫০ মিনিটে নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ পুত্র ১০ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসর নামাজ বাদ হাবিবপুর দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসা ময়দানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, কালিগঞ্জ বাজার গ্রাম মাদ্রাসার মুহতামিম মাওঃ ওজিহুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওছুফ সিদ্দিকী, মাওঃ ইসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, মাওঃ আব্দুল হামিদ সহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের প্রধানগণ। মরহুমের জানাজা নামাজ পরিচালনা করেন তার সুযোগ্য পুত্র দারুল ফালাহ মহিলা মাদ্রাসা মুহতামিম হাফেজ মোঃ মোখলেছুর রহমান।