নগরঘাটা প্রতিনিধি ঃ সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে কমতে শুরু করেছে তরকারীর দাম। যার ফলশ্রুতিতে জনমনে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। এ বছর বর্ষার ভাগ কম হওয়ার কারণে নিম্নাঞ্চল জমিগুলোতে পর্যাপ্ত পরিমান তরিতরকারীর চাষ হয়েছে। প্রান্তিক কৃষকরা অতিরিক্ত তরকারী উৎপাদনের আশায় মৎস্য ঘেরের ভেঁড়িতে গড়ে তুলেছে বিভিন্ন জাতের তরকারীর। এ ব্যাপারে তরকারী চাষীদর। দৈনিক দৃষ্টিপাতকে জানান প্রতিকূলতার আবহাওয়ার কারণে অন্য বছরের তুলনায় এ বছর পর্যাপ্ত পরিমান তরকারীর উৎপাদন হয়েছে। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বর্তমান বাজারে প্রতি কেজি বেগুনের মূল্য ২০ টাকা, পটল ২০ টাকা, কলা ২০ টাকা, পুঁইশাক ১০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা,আমড়া ২৫ টাকা, ঘাটকড়োল প্রতি আটি ১০ টাকা, ভেন্টি ২০ টাকা, উচ্তে ৫ টাকা “শ”, ওঁল ৫০ টাকা , লাল শাঁক প্রতি আটি ৫ টাকা , শাঁকের ডাটা প্রতি আটি ১০ টাকা ,কাকরোল ১৫ টাকা, কচুরমুকি ৩০ টাকা, বরবুটি প্রতি আটি ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, ঢ্যারস ১৫ টাকা, লাউ প্রতি পিচ ২৫ টাকা, খিরাই ৩০ টাকা, এবং টমেটো ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দিকে সাধারণ ক্রেতারা জানান বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊদ্ধগতি কারণে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এখন বাজারে তরিতরকারীর মূল্য কিছুটা হলেও সহনশীলতা হওয়ায় জনসাধারণের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস।