স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীূরা শহরে গতকাল সন্ধ্যার পর পরই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শহরের পাকাপুল, নিউমার্কেট, হাটের মোড়, খুলনা রোড সহ সংযোগ সড়ক গুলোতে সব ধরনের যানবাহনের দীর্ঘ সারি আর মিনিটের পর মিনিট অপেক্ষায় জ্যামে আটকে পড়াদের সময় যেমন নষ্ট হয় অনুরুপ অনেকে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি এতোটুকু বিস্তৃত হয় যে অনেকে মোটরসাইকেল, সাইকেল রেখে হেটে গন্তব্যে পৌছায়। চাকুরীজীবিদের একটি বড় অংশ অফিস শেষে বাজার করে বাসায় ফেরে, তারা জ্যামে আটকা পড়ে। একদিকে জানজটে নাকাল তার পর একের পর এক হর্ণ বাজার শব্দে সীমাহীন দুর্ভোগে পড়ে জনজীবন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিমত নিকট অতীতে এমন যানজট দেখা যাইনি। ভুক্তভোগীদের ভাষ্য হাটের মোড়ে, সড়ক ঘেষে পন্য সামগ্রী বিক্রি, পাকাপুল এবং বড়বাজার মুখি পুলে ক্রেতা বিক্রেতার জটলা, ব্রীজ পার হওয়ার পর সড়কে মাছ ও সবজি বিক্রি সেই সাথে সংকীর্ণ সংযোগ সড়ক গুলোতে মিনি ট্রাক, ভ্যানের প্রবেশ যানজটের কারনে পরিনত হচ্ছে। দীর্ঘ সময় পর রাত নয়টার দিকে ট্রাফিক পুলিশের প্রচেষ্টায় যানজট হতে মুক্ত হয় জনজীবন।