বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার রায়ননগর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পশ্চিম সুন্দরবন থেকে একটি অবৈধ্য নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের তালপট্টি নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি মালিক বিহীন অবৈধ নৌকা, অবৈধ্য জাল ও মাছ জব্দ করে। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত মাছ এলাকার চারটি এতিম খানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।