যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দৃশ্যতঃ আর্থ সামাজিক পরিস্থিতির এবং অর্থনীতির উন্নতি সাধন করে থাকে। যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা কেবল উন্নত হলেই চলবে না একই সাথে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা সহজলভ্যতার বিকল্প নেই। বাংলাদেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ উন্নয়নের দ্বারপ্রান্তে, আমাদের দেশের সড়ক, রেল যোগাযোগ অতীতের যে কোন সময় অপেক্ষা অধিকতর অগ্রগামী। যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা ব্যবসায়িক পণ্য সরবরাহে যথাযথ ভূমিকা পালন করে থাকে। বর্তমান সময়ে দেশের অর্থনীতিতে বিশেষ করে বৈদেশিক মুদ্রা উপার্জন সহ অভ্যন্তরীন রাজস্ব আয়ের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা নিজেকে বিশেষ ভাবে এগিয়ে রেখেছে। বিশ্ব বাজারে রপ্তানী করা সাদা সোনা খ্যাত চিংড়ী মাছ সাতক্ষীরার উর্বর ক্ষেত্র। দেশের সর্বাপেক্ষা বেশী পরিমান চিংড়ী উৎপাদিত হয় সাতক্ষীরা জেলাতে। বিধায় চিংড়ী শিল্পে সাতক্ষীরা ব্যাপক ভিত্তিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। চিংড়ী শিল্পের পাশাপাশি দেশের অভ্যন্তরীন রাজস্ব উপার্জনের অন্যতম মাধ্যম ভোমরা বন্দর ও সুন্দরবন, আমাদের দেশের অভ্যন্তরীন রাজস্ব উপার্জনের মাধ্যম খ্যাত ভোমরা বন্দরের যাতায়াত ও যোগাযাগ ব্যবস্থায় গতি ফিরেছে। সাতক্ষীরার জন্য বর্তমান সময়ে যে মস্যা তার অন্যতম সড়ক দূর্ঘটনা এবং যানজট, প্রতিদিনই সাতক্ষীরা শহর যানজটের কবলে পড়ে জনজীবন চরম ভোগান্তীতে পড়েছে। বর্তমান যানজটের পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে রাতের বেলাতেও শহরে চলছে যানজটের উৎসব। জনজীবন ভোগান্তীর শিকারে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। সাতক্ষীরার সড়ক দূর্ঘটনার জন্য বর্তমান সময়ে তথা কথিত যানবাহন এবং এক শ্রেনির অযোগ্য, অদক্ষ চালক দ্বারা যানবাহন চালানো, অতিরিক্ত গতিতে তথা নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালানোর কারনে সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে। অর্থনীতি আর ব্যবসার সুতিকাগার সাতক্ষীরার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করে, পণ্য সামগ্রী সুলভমূল্যে, যথাসময়ে গন্তব্যে পৌছাতে অবশ্যই যাতায়াত ব্যবস্থা উন্নতির পাশাপাশি যানজট এবং দূর্ঘটনা প্রতিরোধে সাম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করতে হবে।