এফএনএস বিদেশ: অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে গত মাসে সাড়ে ৫শ’ মানুষের মৃত্যু হয়েছে। এতে বেলুচিস্তানের দরিদ্র অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত অঞ্চলে সাহায্য ও ত্রাণ শিবির স্থাপন করেছে সরকারের বিভিন্ন সংস্থা ও সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহে কাজ চালিয়ে যাচ্ছে তারা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজারের বেশি ঘর-বাড়ি। দুর্গত এলাকা পরিদর্শন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে খাবার ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমরা সর্বোচ চেষ্টা করে যাচ্ছি। এদিকে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার জানিয়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণে আরও তহবিলের প্রয়োজন, ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবেদন করা হয়েছে। সূত্র: সিএনএন