এম এম নুর আলম \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষেেদর চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোলা, যুগ্ন সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন সুলতানা লিপি, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ সরদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুলাহেল বাকি বাচ্চু, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরধ্বনি বালা, কৃষক লীগের সভাপতি রাশেদ সরোয়ার শেলি, সাধারণ সম্পাদক মতি লাল সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামসুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম সাহেব আলী, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, রনজিত কুমার বৈদ্য, শাহাবুদ্দিন সানা প্রমূখ। আলোচনা সভায় ১৫ আগস্ট সকাল ৭টায় পতাকা উত্তোলন, ৭: ৩০ টায় কালো ব্যাজ ধারণ, ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ৮: ৩০ টায় শোক র্যালী, বেলা ১১ টায় আলোচনা সভা, ১:৪০ মিনিটে দোয়া ও বিশেষ প্রার্থনা, দুপুর ২ টায় গণভোজ বিতরণ করার সিদ্ধান্ত হয়। এছাড়া ৮ ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন, ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালন ও একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।