কালিগঞ্জ প্রতিনিধি\ মরণরে তুঁহু মম শ্যাম সমান” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কালিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজস্ব অফিস গনপাঠার মিলনায়তনে রাজস্ব অফিস গনপাঠারের সহ-সভাপতি সাহিত্যিক ও প্রবান্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। রাজস্ব অফিস গনপাঠারের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিমের পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা লেডিসক্লাবের সভাপতি ও নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার, ওপার বাংলার দশরুপক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অরোবিন্দু ঘোষ, অধ্যাপক ড. উজ্জ্বল বঙ্গোপাধ্যায়, রবীন্দ্র সংগীত শিল্পী পুষ্পিতা গুহ ও সোমনাথ কর্মকার, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুনার রশিদ, বে-রসকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আশেক মেহেদী, লেডিস ক্লাবের সম্পাদিক ইলাদেবী মলিক, মানবধিকার সংগঠনের সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম, অতিয়ার রহমান, প্রমুখ। আলোচনা সভার মধ্যে ভাগে ওপার বাংলা থেকে আগত কবি, শিল্পী ও সাহিত্যিকদের সম্মাননা ক্রেষ্ট এবং উক্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন, আবৃতিকার সাহিত্য ভঞ্জ চৌধুরী, কবি বিশ্বরূপ ঘোষ, আলী সোহরাব, জিএম, পারভেজ ,আব্দুর রব। সংগীত পরিবেশন করে কনিকার সরকার, জাহাঙ্গীর আলম, ফারিয়া তাবাসুম তনু, অভিজিৎ সরদার, নিত্যানন্দ সরকার, সঞ্জয় কুমার। তবলায় সহযোগিতা করেন তাপস কুমার ঘোষ।