স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বাংলা ঈশারা ভাষা দিবস পালিত হয়েছে। বাংলা ঈশারা ভাষার প্রসার শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজেন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি হাবিবুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং বাক ও শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা আয়েশা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনউজ জামান। আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা কর্মচারি সহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।