বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। “মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল ৭ আগষ্ট রবিবার সকাল ১০টায় ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউপি সদস্য শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিদরাতুননেছা লিলি, ক্লিনিকের ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল, ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের স্বেচ্ছাসেবক মোঃ হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর সঠিক অবস্থান ও নিয়মসমূহ, শালদুধ খাওয়ার প্রয়োজনীয়তা, মাতৃদুগ্ধপানের উপকারিতা, শিশুদের বাড়তি খাবার খাওয়ার প্রয়োজনীয়তা, গর্ভবতী মায়েদের ও নবজাতকের বিপদচিহ্ন, শিশুদের পুষ্টিকর খাবার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি সপ্তাহ ব্যাপী ক্লিনিকে আগত রোগীদের ভিডিও প্রদর্শনী ও ফ্লিপ চার্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান, করোনা প্রতিরোধে সিজি গ্রুপের সহযোগিতায় দরিদ্র রোগীদের মাস্ক ও লিফলেট বিতরণ সহ সাবান দিয়ে হাত ধোয়ার নিয়মকানুন শেখানো হয়।