বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭ আগষ্ট রবিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আয়োজনে উপজেলা প্রেসক্লাবের দ্বিতল ভবনে মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি সাংবাদিক জিএম মনসুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম মোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমান ও মধুজিৎ রপ্তন, সাধারণ সম্পাদক রবীন মণ্ডল, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, আশাশুনি উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, শ্যামনগর ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মহিত কুমার মন্ডল, উপজেলার ১২ টি ইউনিয়নের মৎস্যজীবী সমিতির সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তরা, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত মোট ৬৫টি দিন নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য দ্বিতীয় কিস্তির ভিজিএফ চাল প্রদান ও মৎস্য সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।