কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ও সলিমলাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ আনিম ইরতিজা শোভন। কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদায়ন করা হয়। এরআগে শোভন হল ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ও তার পরিবার বাংলাদেশ আ’লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। শোভনের পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাবেক নেতা ও বর্তমানে ৯নং ওয়ার্ডের ২ মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শোভনের নানা মোহাম্মদ ছহিল উদ্দীন সরদার একজন বীরমুক্তিযোদ্ধা।