আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল মজিদ বিশ্বাস ওরফে নুনু বিশ্বাস (৫৩) নামে এক মৎস্য ঘের মালিকের মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত মদন বিশ্বাসের পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৭ আগষ্ট রবিবার সকাল ৮ টায় নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে নওয়াবেকী যাওয়ার পথে বাদুড়িয়া ক্লাব মোড়ে ইয়াকুবের বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাবলা গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় এবং ঘটনা স্থানে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।