প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ প্রতাপনগরে পুকুরের পানিতে ডুবে প্রাক প্রাথমিক ক্লাসের ছাকিবা খাতুন নামে ছয় বছরের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল আনুমানিক বেলা বারোটায় প্রতাপনগর মধ্যে পাড়া শেখ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে পারিবারিক সূত্রে ও সরোজিনী যেয়ে জানা যায়। পানিতে ডুবে নিহত ছাকিবা খাতুন প্রতিদিনের ন্যায় তাঁর চাচাতো ভাই ছাকিব, রুহান, রানি, রাবেয়া একত্রে সাথে পুকুরে গোসল করতে থাকে। পুকুরে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়ার এক পর্যায়ে পুকুরে থাকা বাঁশের গুতায় আঘাত পেয়ে পুকুর তলে চলে যায়। তৎসময়ে পুকুরে দাপা দাপি লাফালাফি করায় নিহত শিশুর পিতা শহিদুলাহ শেখ সবাই কে হাকাইয়া পুকুর থেকে উঠাইয়া দেন। দুর্ভাগ্য জনক সত্য যে তাঁর সন্তান উঠিনি এটা তিনি খেয়াল ই করেনি। ঘন্টা খানেক দুপুরের খাওয়ার সময় তাকে না পেয়ে খুঁজা খুজির শুরু হয়। কোথাও না পেয়ে শেষে পুকুরে খুঁজে পেয়ে পরিবারের আহজারি করতে থাকে। উলেখ্য দু দিন আগে নিহতের বড়ো চাচাতো বোনের কন্যা সন্তান একটি কন্যা সন্তান প্রসব করার বাড়িতে ছিল সিন্নি পাইশ ও দুপুরের আহারের উৎসব আয়োজন চলছিল। এমন আনন্দের দিনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পরিবার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মাগরিব নামাজের পর নিহত শিশুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।