শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মীর আবুবকর \ সাতক্ষীরা মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় নির্মাণাধীন ঘরের কাজ সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি গতকাল দুপুরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নে গয়েশপুর ও শ্রীরামপুরের নির্মাণাধীন ঘরের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ঘরের নকশা অনুযায়ী কাজ করার নির্দেশন প্রদান করেন। একই সাথে সঠিক নিয়মে সিমেন্ট বালু প্রদান সহ কাজের গুনগত মান বৃদ্ধির জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com