বিশেষ প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা আনুঃ ১১টা থেকে ১২টার মধ্যে বুধহাটা সুবর্ণ বণিক পাড়ায় এ চুরির ঘটনা ঘটে। বুধহাটা বাজারস্থ সুবর্ণ বণিক পাড়ার স্বর্গীয় সোনাতন সেনের বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ীতে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়। সোনাতন সেন এর স্ত্রী প্রিয়া সেন বলেন, তিনি দুপুরে বাড়ী ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ঘরের আলমারির দরজা খোলা ও ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। চোরেরা আনুঃ স্বর্ণালঙ্কারসহ ৫/৭লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান। এব্যাপারে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাবুল ইসলাম সিহাব বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ করা হয়নি। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ঘটনাস্থল পরিদর্শন ও ভূক্তভোগী পরিবারকে শান্তনা প্রদান করেন। বুধহাটাসহ পাশ্ববর্তী ইউনিয়নে একের পর এক এধরণের চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।