কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জম্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রবান্ধিক গাজী আজিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মলিক, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত।