বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে ভোটার তালিকা হালনাগাদ-২২ এর কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। গতকাল ৮ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলার নির্বাচন অফিস এর ব্যবস্থাপনায় কাশিমাড়ি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ এর কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। পরিদর্শনকালে তিনি ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকা আওতা ভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদী দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে সহযোগিতা করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কার্যক্রম গ্রহণ করেছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস সহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।