এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ৮ আগষ্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৭ টি সেলাই মেশিন এবং ৩ টি পরিবারের মাঝে ১০,০০০/= হাজার টাকা করে ৩০,০০০/= টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন ও চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক তদন্ত সানোয়ার হোসাইন মাসুম, বীর মুক্তিযোদ্ধা দেবীর রঞ্জন মন্ডল প্রমুখ। সভায় বক্তরা বলেন, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল প্রেরণার উৎস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।