স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার তালা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন যাবৎ চুরি হচ্ছে, উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক ফ্যান, লাইট, মোটর, সোলারের ব্যাটারীর বিভিন্ন অংশ চুরি বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরকে লিখিত ভাবে অবহিত করলেন তালা উপজেলা শিক্ষা অফিসার। তালা উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে চুরি হওয়া বিদ্যালয় গুলোর নামের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বরাবর প্রেরন করেছে। উক্ত পত্রে বলা হয়েছে তালা উপজেলায় বিভিন্ন সময়ে বিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান, লাইট, মোটর, সোলারের ব্যাটারীর বিভিন্ন অংশ চুরি হওয়ায় উপজেলা শিক্ষা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ তালা ও পাটকেলঘাটাকে অবহিত করা হয়। উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় বারবার উপস্থাপনের পরেও চুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। আসামিদের জেল হাজতে প্রেরনের পর জামিনে মুক্তি লাভ করে পুনরায় চুরি সংঘটিত হচ্ছে। মালামাল চুরি হওয়া বিদ্যালয়গুলো তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবুজ শিক্ষা, গলডাঙ্গা, নেহালপুর, ধুলন্ডা, হরিশ্চন্দ্রকাটি, হাজরাকাটি, আটারই বারুই হাটি, মহান্দি, দক্ষিন বারুইহাটি, শুকদেবপুর, ফলেয়া, গোপালপুর, ডাঙ্গা নলতা, উত্তর পূর্ব নলতা, প্রান্তিক নলতা, পূর্ব খলিলনগর, গঙ্গারামপুর, মুকসুদপুর বারুই পাড়া, নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন তালা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।