শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

লিগ্যাল এইডের সেবা প্রদানে আন্তরিক ভাবে কাজ করতে হবে \ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী, জেলা ও দায়রা জজ সাতক্ষীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

কোর্ট প্রতিবেদক \ সাতক্ষীরার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল -রাজী বলেছেন, লিগ্যাল এইড এর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, গরিব অসহায়, হত দরিদ্র কোন ব্যক্তি আর্থিক অসচ্ছলতার কারণে লিগ্যাল এইডের সেবা থেকে যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য সরকার আছে এবং জেলা লিগ্যাল এইডের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। গতকাল অপরাহ্নে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদ, সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. মোঃ আব্দুল লতিফ, প্যানেল আইনজীবী মোঃ খায়রুল বদিউজ্জামান, এনজিও উত্তরণের এড. মোঃ মনিরুদ্দিন মনির, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুর রহমান, এনজিও সাকিবুর রহমান, চুপড়িয়া মহিলা সমিতির মরিয়ম মান্নান, জেলা কারাগারের প্রতিনিধি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com