বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বিশ্বকাপ জিতবো বললে মিথ্যা বলা হবে: আর্জেন্টিনা কোচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: ফুটবল বিশ্বকাপ শুরুর বাকি রয়েছে তিন মাসের কিছু বেশি দিন। এরইমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে নানান আলোচনা। সেই আলোচনায় শামিল হয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিও। তবে নিজ দলকে নিয়ে আগেভাগে কিছু বলতে নারাজ লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের গুরু। আগামী ২২ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় দিন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। সি গ্র“পে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। বড় লক্ষ্যের কথা জানানোর আগে গ্র“প পর্বে আসন্ন চ্যালেঞ্জের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন স্কালোনি। আর্জেন্টাইন কোচের মতে, এবারের বিশ্বকাপে অন্তত দশটি দল শিরোপার জন্য লড়বে। তাই আগেই যদি বলেন যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে; তাহলে সেটি মিথ্যা বলা হবে বলে মনে করেন স্কালোনি। কেননা বিশ্বকাপের অন্যান্য দলগুলোও শিরোপার জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়বে। সংবাদমাধ্যমে স্কালোনি বলেছেন, ‘এবার অন্তত দশটি দল রয়েছে যারা শিরোপার জন্য লড়বে। তারা সর্বোচ্চ পর্যায়ে ঝুঁকি নিতেও রাজি থাকবে। তাই আমি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখনই বিশ্বকাপ জিতবো বলে দিলে মিথ্যা বলা হবে। কারণ সবগুলো দল দুর্দান্ত। প্রতিপক্ষ যেমনই হোক, তারা লড়বে।’ তবে তার দল সর্বোচ্চটা মাঠে নিংড়ে দেবে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘আমাদের জাতীয় দল মাঠে নিজেদের ঘামের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে আসবে। মানুষ যেনো বুঝতে পারে এই দলটিই তাদের প্রতিনিধিত্ব করছে। ফলাফল যেকোনো কিছুই হতে পারে। তবে ভক্তরা যেনো বুঝতে পারে খেলোয়াড়রা শতভাগ দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com