আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ১০ই মহরম পবিত্র আশুরা পালিত হয়েছে। বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মুসলমান ধর্মাবলম্বীরা দিনটি পালন উপলক্ষে গতকাল দিনব্যাপী আশাশুনি উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র আশুরা পালনে আশাশুনি সদর থানা জামে মসজিদে, উপজেলা জামে মসজিদ, আশাশুনি পুরাতন জামে মসজিদ, আশাশুনি সিদ্দিকিয়া জামে মসজিদ, আশাশুনি আলিয়া মাদ্রাসা জামে মসজিদ, আশাশুনি ওয়াপদা জামে মসজিদ, আশাশুনি এতিম খানা জামে মসজিদ, বুধহাটার চাপড়া বাস স্ট্যান্ড জামে মসজিদ, শ্রীকলস পুরাতন জামে মসজিদ, চাপড়া জামে মসজিদ, সোদকনা বাবরী জামে মসজিদ, মানিকখালী চর জামে মসজিদ, বুধহাটার নৈকাটি উত্তর পাড়া জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে ও ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র আশুরা পালনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।