বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর হাবিবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শিয়া সম্প্রদায় পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন ১০ মহররম। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। সৃষ্টির শুরু থেকেই মহররমের ১০ তারিখ, তথা আশুরার দিন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিজরী ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। শোকাবহ এই দিনটিকে স্মরণ করে গত ৯ আগষ্ট সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নূরনগর পাক পাঞ্জাতন জনকল্যাণ পরিষদের আয়োজনে নূরনগর গুলশানে জাহরা ইমাম বাড়িতে পবিত্র আশুরা উপলক্ষে মহরম (মাতম) অনুষ্ঠিত হয়। প্রতিবছর আরবি মহরম মাসের প্রথম তারিখ থেকে ১০ মহররম আশুরার দিন পর্যন্ত তারা এই মহরম (মাতম) করে থাকে। দিনটি শুরু থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে উদযাপন করে থাকে শিয়া সম্প্রদায়েরা। দিনটিকে স্মরণ রাখতে শিয়া সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে শোক মিছিলটি হাবিবপুর গুলশানে জাহরা ইমাম বাড়ি হতে শুরু হয়ে পার্শ্ববর্তী কারবালা মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়। মিছিলে ওড়ানো হয় কালো-লাল-সবুজের নিশান। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বণি তোলে। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের পরণে থাকে কালো পোশাক। দিনের শেষভাগে তারা মাতম, দেশ জাতি সহ সারা বিশ্বের মুসলিম সহ মানব জাতির মঙ্গল কামনা করে। উক্ত অনুষ্ঠানে নূরনগর শিয়া মসজিদ এর সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম এর সভাপতিত্বে শোক মজলিস এ বক্তব্য রাখেন কাজী শামসুদ্দিন, এ্যাডঃ কাজী শাহ নেওয়ার। কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করে নূরনগর শিয়া মসজিদ এর পেশ ইমাম মাওঃ সাজিদুল ইসলাম। বেদনাবিধুর কারবালার স্বরণে শোক নওহা পাঠ করেন নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম হবি, শেখ জুলফিকার আলি, তৌকির হাসান সোহাগ, নাদিম সারওয়ার প্রমুখ।