বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কালিন্দী নদীর চর থেকে ভারত থেকে আসা ৬ টি অবৈধ গরু ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এ সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১০ আগষ্ট বুধবার রায়নগর নৌ পুলিশ ফাঁড়ীর অভিযানে গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোস্ নিয়ে সুন্দরবনের কালিন্দী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ভারতীয় গরুসহ একটি নৌকা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা এবং ২০ মিটার দৈঘ্য একটি কাঠের নৌকা যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে পাঁচ নদীর মোহনা সংলগ্ন কালিদী নদী থেকে ৬টি গরু ও ১টি নৌকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। উদ্ধারকৃত মালামালের বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষ সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।