কালিগঞ্জ প্রতিনিধি \ পিছিয়ে পড়া জনগোষ্টীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নে প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “নাগরিক উদ্যোগ” মানবাধিকার সংস্থার আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্টীর অন্তভ‚ক্তি বিষয়ক মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) জেলা সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের পরিচালনয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা এস.এম, আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক হাফিজুর রহমান, দলিত স¤প্রদায়ের পক্ষ থেকে শুভঙ্কর খা, নাসরিন সুলতানা, তৃতীয় লিঙ্গের ইমরুল হাসান, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংগঠনের পরিচালক ফরহাদ হোসেন প্রমুখ।