শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরায় র‌্যাবের অভিযান \ ২৫৬০ পিস ইয়াবা সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

মীর আবুবকর \ সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ২ হাজার ৫শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে পাটকেলঘাটা সরুলিয়া থেকে তাকে আটক করে র‌্যাব-৬। আটক কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের মৃত আনিস উদ্দীন মোল­ার পুত্র মাদক ব্যবসায়ী আসাদুল মোল­া (৪০)। র‌্যাব সূত্রে জানা গেছে পাটকেলঘাটা সরুলিয়া কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় ভারতীয় আমদানী নিষিদ্ধ ২ হাজার ৫শ ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসাদুল মোল­াকে হাতে নাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী পাটকেলঘাটা থানার ১টি মাদক মামলার পলাতক আসামীর। আলামত সহ আসামি পাটকেলঘাটা থানায় মামলা পূর্বক হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com