১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জেলা সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ সভাপতিত্বে শোক দিবসে দিনব্যাপী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও গণভোজ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কর্তৃক উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ-সভাপতি মনোহরুজ্জামান নয়ন, নাজমুল হুদা, সাঃ সম্পাদক শরিফুজ্জামান, আব্দুর রহমান, হাবিবুর রহমান, বায়োজিদ প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি।