শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

শ্যামনগরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, স্থায়ী কোভিড-১৯ টিকা কেন্দ্র ও হাসপাতাল কনফারেন্স রুম উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) ব্যবস্থাপনা কমিটির সভা, স্থায়ী কোভিড-১৯ টিকা কেন্দ্র ও হাসপাতাল কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে উক্ত সভায় বিগত ৩ মাসের হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার তথ্য, বাস্তবায়িত কার্যক্রমসমূহ, সমস্যাসমূহ উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি এস এম আতাউল হক দোলন, কমিটির সদস্য হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, বিশিষ্ট সমাজসেবক এস এম আফজালুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভাশেষে স্থায়ী কোভিড-১৯ টিকা কেন্দ্র ও হাসপাতালের কনফারেন্স রুম এর শুভ উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সহ অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com