কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মুরারীকাটি হাটখোলা জামে মসজিদে ১০ মহররম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজ পূর্বে মসজিদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। অন্যদের মধ্যে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মুরারীকাটি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ আলি আহম্মেদ,মসজিদের খতিব শফিকুল ইসলাম,কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, রবিউল ইসলাম,আশরোফ আলিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসলিগন।