আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির বড়দল ইউনিয়নের উত্তর বড়দল দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাঃ এসএম আহসানউলাহ(৫৮) মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি… রাজিউন)।তিনি উত্তর বড়দল গ্রামের মৃত মহাতাব উদ্দিন মোড়লের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টায় ভারতের একটি ক্যান্সার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত সোমবার চিকিৎসার জন্য তাকে ভারতের ব্যঙ্গালুরু ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে নিযে আসা হবে বলে পরিবার সূত্রে জানাগেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।